
স্টাফ রিপোর্টার :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নাসিম ফারুক খান মিঠুর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ৭নং ওয়ার্ডস্থ ইটাগাছায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আ: জলিল খোকন। সভায় বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনি, হাফিজুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রাজু, নুর ইসলাম, মর্জিনা খাতুন প্রমুখ। এসময় মেয়র প্রার্থী মিঠু খান বলেন, স্থানীয় সরকার নির্বাচন এটা কোন দলীয় নির্বাচন নয়। এই নির্বাচনে নির্বাচিতদের দায়িত্ব হলো এলাকার উন্নয়নে কাজ করা। পৌরবাসীর জন্য সুপেয় পানি, বিদ্যুৎ ও রাস্তাঘাটের সংস্কার করা। কিন্তু বর্তমানে এর কোনটিই আমাদের পৌরসভায় নেই। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি মেয়র নির্বাচিত হয় আর না হয়। আমি আপনাদের পাশে আছি থাকবো। আশাকরি আমার দ্বারা আপনাদের কোন উপকার ছাড়া ক্ষতি হবে না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাসির উদ্দীন।