
অনলাইন ডেস্ক
মানহানির অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি।
রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শাজাহান খানের আইনজীবী সৈয়দ কামরুজ্জামান মাহবুব।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলায় বাহাউদ্দীনের পাশাপাশি কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই দৈনিক ইনকিলাবে ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করা হয়। সম্পাদকীয়তে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।