
৭ জুন ২০১৮ তারিখে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নে পি টি আর সি অডিটোরিয়ামে ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন বন্ধে অগ্রগতি সংস্থার সাথে সাতক্ষীরা প্রেসক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, পত্রিকার পাতা খুললেই দেখা যায়, ইন্টারনেটে ছাএী ধর্ষনের ছবি ছেড়ে দিয়ে প্রতারনা করা, জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া, স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করা, বাল্যবিবাহ-এ ধরনের ঘটনা ত্রমান্বয়ে ঘটেই চলেছে এ ব্যপারে সাংবাদিকদের একটা বড় ধরনের ভূমিকা রাখতে হবে সাতক্ষীরা প্রেস ক্লাব এ ব্যপারে যথেষ্ট আন্তরিক ভবিষ্যতে আরও ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান । সর্বোপরি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মানের জন্য এগিয়ে আসতে হবে পিতা মাতা সহ সমাজের সব স্তরের শ্রেনী পেশার মানুষকে,হতে হবে সবাইকে সচেতন । আমরা অগ্রগতি সংস্থার এই কার্যক্রমের সাথে একমত হয়ে ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত শিশু যৌন নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য একটি সুস্থ সুন্দর নিরাপদ ভবিষ্যৎ নির্মানের উর্দ্দ্যেেশ্য অগ্রগতি সংস্থার ও সাতক্ষীরা প্রেস ক্লাব দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের মাধ্যমে একত্রে কাজ করার দলিল হিসাবে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে ।
সভায় বিভিন্ন বক্তারা বলেন সকল শিশুর জন্য একটি সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ নির্মান আমাদের সকলের একান্ত কাম্য। শিশু অধিকার লঙ্ঘন তথ্য অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত গত ৪ মাসে ২৩৪ জন শিশু ধর্ষিত হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে ২ জন শিশু ধর্ষিত হচ্ছে । আমাদের শিশুদের এহেন পরিস্থিতির জন্য অনিরাপদ ইন্টারনেট ব্যবহারই প্রধানত: দায়ী । উপস্থিত সকলে তাদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার মতামত প্রকাশ করেন । উক্ত অনুষ্টানে সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ সহ উক্ত প্রকল্পের কো-অর্ডিনেটর দেবব্রত অধিকারী ও প্রোগ্রাম অফিসার মো: সফিউল হক উপস্থিত ছিলেন ।