
অনলাইন ডেস্ক ::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের মনোয়নপত্র বাতিল হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের বিধি আনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে সংযুক্ত আসনের মোট ভোটারের এক ভাগের স্বাক্ষর সংবলিত তালিকায় ত্রুটি পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোয়নপত্র বাতিলের ঘোষণার সময় ইমরান এইচ সরকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, যে প্রক্রিয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা অগ্রহণযোগ্য। এটা সবার জন্য সমান সুযোগ তৈরির জন্য নির্বাচন কমিশনের যে বিধান বা ম্যানডেট এর মধ্য দিযে প্রতিফলিত হয়নি। এই আদেশের বিরুদ্ধে আপিল করবো। এছাড়া আমি মনে করি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পারসেন্টের বিধান রাখা হয়েছে; অবিলম্বে বাতির করে ফেলা উচিত।
ইমরান এইচ সরকার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামের অধিবাসী আব্দুল মতিন সরকারের ছেলে।