
আব্দুর রহমান :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার অসহায় দুস্থদের মাঝে ভি.জি.এফ কর্মসূচি’র আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। সাতক্ষীরা পৌরসভার অধীনে ৪ হাজার ৬২০ টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ৪৬.২০ টন চাল বিতরণ করা হবে বলে জানাগেছে।
সোমবার সকাল ১০ টায় এ চাল বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌল্লা সাগর, প্রধান সহকারী প্রশান্ত ব্যানার্জী, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, স্টোর কিপার মীর শাহীন আলী প্রমুখ।
এসময় পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল বলেন, পৌরসভার দুস্থদের মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার থেকে ভি.জি.এফ এর চাউল বিতরণ শুরু হয়েছে এবং আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ চাল বিতরণ করা হবে। পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪,৬২০ টি পরিবারে ১০ কেজি করে ৪৬.২০ টন চাউল বিতরণ করা হবে।