ঈদের দিন ইরাকে আত্মঘাতী হামলায় নিহত শতাধিক


523 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ঈদের দিন ইরাকে আত্মঘাতী হামলায় নিহত শতাধিক
জুলাই ১৮, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

রয়টার্স :

রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তরপূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ হামলা হয়। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

বিস্ফোরণস্থল থেকে পুলিশ মেজর আহমেদ আল-তামিমি বলেন, হামলায় ‘ভয়াবহ’ ক্ষয়ক্ষতি হয়েছে।

“কিছু মানুষ সব্জির বাক্সে করে শিশুদের দেহের খণ্ড খণ্ড টুকরো সংগ্রহ করছিল।”

এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ।

বর্তমানে ইরাকের উত্তর ও পশ্চিম অংশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে আইএস জঙ্গিরা।

গত বছর দিয়ালা প্রদেশের একটি বড় অংশ দখলে নেয় আইএস। নিরাপত্তা বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনী এ বছরের শুরুর দিকে তাদের হটিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও সেখানে জঙ্গিরা এখনও সক্রিয় রয়েছে।