
ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
ঈদের পর পরই বড় পর্দায় অভিষেক হবে মৌসুমী হামিদের। দেখা যাবে ‘ব্ল্যাকমানি’ ছবিতে। লাক্স-চ্যানেল আই সুপার স্টার মৌসুমী হামিদ প্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ ছবিতে। কিন্তু দুর্ভাগ্য মৌসুমী হামিদের, তার প্রথম সিনেমা মাঝপথেই থেমে যায়। তারপর তিনি ক্যামেরার সামনে দাঁড়ান অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে। এ ছবিটি এখন মুক্তির মিছিলে। ১৪ই আগস্ট মুক্তি পাবে ব্ল্যাকমেইল। কিন্তু তার এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ব্ল্যাকমানি। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্ল্যাকমানি ৭ই আগস্ট সারা দেশে মুক্তি পাবে। এ ছবির মাধ্যমেই মৌসুমী হামিদ সিনেমাপ্রেমী দর্শকদের প্রথম অভিবাদন জানাবেন। ব্ল্যাকমানি ছবিতে মৌসুমী হামিদ অভিনয় করেছেন দুই নায়িকার এক নায়িকার চরিত্রে। ছবির আরেক নায়িকা কেয়া। দুজনের বিপরীতে নায়ক সাইমন সাদিক। দুজন নায়িকার চরিত্রই সমান গুরুত্বপূর্ণ, দুজনেরই গান রয়েছে দুটি করে, পর্দা উপস্থিতি সমান। কেউ কারও চেয়ে কম নন। বিশেষ করে মৌসুমী হামিদের চরিত্রটি লন্ডন ফেরত একজন আধুনিক তরুণীর, যে কিনা একটি বিষয় নিয়ে রিসার্চ করতে এসে নায়ক সাইমনের প্রেমে পড়ে যায়। এদিকে সাইমনকে ভালবাসে কেয়া। কিন্তু সাইমনের প্রেম ভালবাসার দিকে মন নেই। সে শুধু টাকার স্বপ্ন দেখে। তার মাথায় একটাই চিন্তা কি করে বড়লোক হবে। এই টাকাপাগল তরুণকে নিয়েই দুই নায়িকার স্বপ্ন। তারপর স্বপ্নের সফল সমাপ্তি। মৌসুমী হামিদ বলেন, আমার চরিত্রটি খুবই সুন্দর। অভিনয় করে দারুণ মজা পেয়েছি। তিনি বলেন, ভাল লাগছে সুন্দর একটি ছবি নিয়ে দর্শকদের মাঝে প্রথম আসতে পেরে। ব্ল্যাকমানি এককথায় দারুণ একটি সিনেমা। ইতিমধ্যেই আমার ও সাইমনের একটি গান ইউটিউবে ঝড় তুলেছে। চার লাখের কাছাকাছি দর্শক গানটি দেখেছেন। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে এবং চলচ্চিত্রে আমার আগমনটা সুন্দর ও সফল হবে। ব্ল্যাকমানি ও ব্ল্যাকমেইল ছাড়াও মৌসুমী হামিদকে বড় পর্দায় দেখা যাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সহ বেশ কয়েকটি ছবিতে।