ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরায় হাজার হাজার ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে র‌্যালী


259 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরায় হাজার হাজার ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে র‌্যালী
অক্টোবর ৯, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান ::

১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরায় হাজার হাজার ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে র‌্যালী ও মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার আয়োজনে রবিবার সকাল ৮ টায় মাদ্রসাটির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে গিয়ে মিলাদ মাহফিলে মিলিত হয়।

মিলাদ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে আলোকপাত করেন, পীর জাদা খাজা আশরারুল্লাহ, খাজা আজিজ আহমেদ, মাওলানা আজিজুল ইসলঅম, মাওলানা রবিউল ইসলাম, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ জিহাদী, গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ।

#