
অনলাইন ডেস্ক ::
ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩২৪ রান করার পর শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দল। ভালো শুরু করলেও তাদের দুই রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নেন সাকিব-তাইজুল। সর্বশেষ খবর পর্যন্ত সফরকারীরা ৩ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে। ক্রিজে আছেন আমব্রিস ও রোস্টন চেজ।
চট্টগ্রামে ক্যারিবিয়দের প্রথম ইনিংসে ওপেনার কিয়েরন পাওয়েলকে প্রথমে আউট করেন তাইজুল ইসলাম। এরপর এক ওভারে দুই উইকেট তুলে নেন সাকিব। প্রথমে শাই হোপকে করেন বোল্ড। এরপর ব্রাথওয়েটকে স্লিপে ক্যাচে পরিণত করেন। মধ্যে একটি ক্যাচও ফেলেছেন মুশফিক। শুরুর ২৯ রানে কোন উইকেট না হারানো ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানের মাথায় হারায় ৩ উইকেট।
এর আগে মুমিনুলের সেঞ্চুরি আর শেষটায় তাইজুল-নাঈমের দৃড়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিন শেষে ৩১৫ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে মাত্র ৯ রান যোগ করলে পারেন তাইজুল-নাঈমরা। নাঈম হাসানের বিদায়ে ভাঙে তাদের ৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত ৩২৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
আগের দিন অপরাজিত থাকা তাইজুল ক্যারিয়ার সেরা ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক হওয়া নাঈম হাসান ২৬ রানে আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মুস্তাফিজুর তিন বল খেলে কোন রান না করে ফিরে যান।
এর আগে বাংলাদেশ দলের হয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। এছাড়া ইমরুল কায়েস ৪৪, সাকিব আল হাসান ৩৪ রান করেন। মোহাম্মদ মিঠুন খেলেন ২০ রানের ইনিংস।
একমাত্র মুনিনুল দলের হয়ে ভালো ব্যাটিং করেন। মুশফিক-মাহমুদুল্লাহ ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি। ওদিকে সাকিব-ইমরুলরা সেট হয়ে ফিরে যান। তবে শেষটায় তাইজুল-নাঈমের ৫০ ছাড়ালো নবম উইকেট জুটিতে তিনশ’ ছাড়ায় বাংলাদেশ।