‘উচ্চ আদালতের বিচারকাজে বাংলা চালু করা উচিত’


366 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘উচ্চ আদালতের বিচারকাজে বাংলা চালু করা উচিত’
ডিসেম্বর ৪, ২০১৫ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
উচ্চ আদালতের বিচারকাজে বাংলা ভাষা চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, নিম্ন আদালতে ইতিমধ্যে বাংলায় বিচার কাজ চালু হয়েছে। উচ্চ আদালতে এটা হওয়া দরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি ইতিমধ্যে বাংলায় রায় দিচ্ছেন। আমিও চিন্তা করছি দু’একটি রায় বাংলায় দেওয়ার জন্য।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।