
অনলাইন ডেস্ক ::
রাজধানীর উত্তরখানের ব্যাপারিপাড়ার বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু (৩৩) মারা যান।
গত ১৩ অক্টোবরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার মধ্যরাতে মারা যান আফরোজা আক্তার পূর্ণিমা। পূর্ণিমার শরীরের ৮০ শতাংশ এবং ডাবলুর ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
গত ১৩ অক্টোবর ব্যাপারিপাড়ার ওই বাসায় চুলার লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে যায়। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। ঘটনার দিন সকালে আজিজুল ইসলাম এবং বিকেলে তার স্ত্রী মুসলিমা খাতুন ঊর্মি মারা যান। পরের দিন আজিজুলের ফুফু সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পূর্ণিমা আজিজুলের ফুফাতো বোন ছিলেন। আর পূর্ণিমার চাচাতো বোনের স্বামী ডাবলু। ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন।