
বি. এম. জুলফিকার রায়হান, তালা :
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলামের মা’ আমেনা বেগম আর নেই (ইন্না লিল¬াহি……….রাজেউন)।
শুক্রবার দিনগত রাত ১ টা ৪৫ মিনিটে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মরহুমা আমেনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ অসুখে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ কৃত্বিমান পুত্র এবং ৬ কন্যা সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে এবং সন্ধ্যায় ২ দফা জানাযা নামাজ শেষে রাতে তাকে জাতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা মহিলা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মো, আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল¬াহ মোড়ল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, তালা বাজার বনিক সমিতির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল¬ুর রহমান, পানি কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সেতু পরিচালক আবুল হোসেন, রূপালী পরিচালক শফিকুল ইসলাম সহ দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতি দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।
এদিকে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র মা আমেনা বেগম’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল¬াহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিশিষ্ট সাংবাদিক কল্যান ব্যানার্জী, গৌরাঙ্গ নন্দী, আনিছুর রহিম, উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির হোসেন, ছাত্রলীগ সভঅপতি সরদার মশিয়ার রহমান, সেতু পরিচালক আবুল হোসেন, ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, রূপালী পরিচালক শফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, তালা রিপোটার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সাধারন সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সাংবাদিক এম এ ফয়সাল, আব্দুল জব্বার, সেলিম হায়দার, তপন চক্রবর্ত্তী, এম. জাফর, আ.লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস, রবিউল ইসলাম মুক্তি, রামপ্রসাদ দাস প্রমুখ।