
স্টাফ রিপোর্টার ::
আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়ার প্রধান সড়কটি পিচের কার্পেটিংয়ের দাবী এলাকাবাসীর। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার অবহেলায় বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির প্রবেশ মুখে আছে বুধহাটা কওছারিয়া দাখিল
মাদ্রাসা। এছাড়া এ সড়কের উভয় পাশে আছে কয়েকশত পরিবারের বসবাস। সড়কটি ইটের সোলিং হলেও সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে দেবে গিয়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। আবার কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হলে সড়কের
উপর থমথমে বদ্ধ পানি জমে যায়। ফলে উক্ত সড়কে চলাচলরত পথচারিদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান এলাকার কোন মানুষ মারা গেলে তার নামাজে জানাজা শেষে বুধহাটা পূর্বপাড়া সরকারি কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার এটিই একমাত্র সড়ক। যা চলাচলে একাবারেই অনুপোযোগী।
বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষক এ প্রতিবেদককে জানান, মাদ্রাসার প্রবেশ মুখের সড়কটি জরাজির্ণ হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ
শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। বুধহাটা পূর্বপাড়ার বিশিষ্ট সমাজ সেবক গয়জুদ্দীন গাজী বলেন, বুধহাটা বাজার সংলগ্ন এ পূর্বপাড়ায় দুই হাজারেরও বেশী মানুষের বসবাস। পাড়ার মধ্যবর্তী স্থানে সকলের সহযোগীতায় একটি দৃষ্টি নন্দন জামে মসজিদও নির্মান করা হয়েছে। কিন্তু মসজিদের এক পাশের সড়ক জরাজির্ণ ও অপর পাশের সড়কটি কাঁচা (মেঠ রাস্তা) হওয়ায় মসজিদে আগত মুসল্লীদের ভোগান্তির অন্ত থাকে না। বাংলাদেশ
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বুধহাটা গ্রামের পূর্বপাড়ার কোন উন্নয়ন হয়নি বলে দুঃক্ষ প্রকাশ করেন স্থানীয়রা। বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রাণ বুধহাটা পূর্বপাড়ার সাধারণ মানুষ। আর সেই আওয়ামীলীগ
সরকারের চলমান উন্নয়নের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সড়কটি পিচের কার্পেটিংয়ের দাবী জানিয়েছেন বুধহাটা পূর্ব পাড়ার সচেতন মহল।