
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি :
উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী এনজিও সেক্টরে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নেলসন এ্যাওয়ার্ড-২০১৫ স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ এই পদক প্রদান করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার জনাব এ্যাডঃ ফজলে রাব্বী মিঞা, (এমপি) । তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০ ফেব্রুয়ারী স্বর্ণপদক, সম্মাননা ক্রেস্ট ও সনদ শেখ ঈমান আলীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড. গোলাম মওলা, প্রতিষ্ঠাতা ভিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন জনাব কাজী রোজী এম, পি। অনুষ্ঠান শেষে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় জনাব শেখ ইমান আলী বলেন, এই পদক প্রাপ্তি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও সকল স্টেকহোল্ডারদের জন্য এক বিরল সম্মান। জনগনের সেবায় নিয়োজিত ‘সাস’ এই পদক প্রাপ্তিতে আরো উৎসাহিত ও অনুপ্রানিত হবে এবং আরো একনিষ্ঠভাবে জনগনের সেবায় এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে অধিকতর আত্মনিয়োগ করবে বলে আমার বিশ্বাস। এদিকে সাস এর নির্বাহী পরিচালক স্বর্নপদকে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রি সৈয়দ দিদার বখত, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সামিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ।