
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ
কয়রা-পাইকগছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বাড়ির উঠান, ছাদ, সড়ক, অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা রয়েছে, সেখানেই গাছ লাগাতে হবে। বনজ, ফলজ ও ভেষজ সব ধরনের গাছ লাগালে পরিবেশ রক্ষা সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলেই সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজ বনায়ন ঝড়, জলোচ্ছাস থেকে মানুষকে বাঁচায়, দেশকে বাঁচায়। তাই দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ করতে হবে। তিনি গতকাল ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় কয়রার এ্যাওয়ার্ড পাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ইউনিটের আয়োজনে গিভ বাংলাদেশ, বন্ধু ফাউন্ডেশন, আমরাই বাংলাদেশের সহযোগীতায় সবুজ কয়রা গড়ার লক্ষে কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৪৯ বছর পূর্তী উপলক্ষে ৪৯ মিনিটে ৪৯ হাজার গাছের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপকূলীয় এলাকাসহ প্রতিকূল পরিবেশে যারা বৃক্ষরোপণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সাথে একই সময় কয়রার ৭ টি ইউনিয়নে এ সকল চারা রোপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা সদর ইউপি চেয়রম্যান মোহাঃ হুমায়ুন কবির,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, সাধারন সম্পাদক জাহানে আলম উজ্জল, পাইকগাছা যুবলীগ নেতা আব্দুল্লাল আল মামুুুন, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ছাত্রলীগ নেতা শিমুুুল প্রমুখ।
কয়রায় অনলাইন ডাটা প্রেরন ও স্ক্যানার ক্রয়ের অনুদানের চেক হস্তান্তর বিষয়ে কর্মশার্লা
কয়রা (খুলনা) প্রতিনিধি :
কয়রায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে উদ্যোগে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন আপলোড,কেন্দ্র থেকে ওএমআর স্ক্যান করে অনলাইনে ডাটা প্রেরন ও ওএমআর স্ক্যানার ক্রয়ের অনুদানের চেক হস্তান্তর বিষয়ে কর্মশার্লা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসার ড. মোল্লা আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ মোহসিন আলী। এতে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম আমিনুর রহমান,কয়রা সদর ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম,আমির আলী প্রমুখ। কর্মশালায় পাইকগাছা ও কয়রার সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা অংশ গ্রহন করেন।