
ভয়েস অব সাতক্ষীরা ডেক্স :
সক্রিয় মৌসুমী বায়ুর কারণে বঙ্গোসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মঘেমালার প্রভাবে দশেরে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছ।ে এ কারণে সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকতে দখেয়িে যতেে বলছেে আবহাওয়া অধদিফতর।
বৃহস্পতবিার বলো ১২টায় অধদিফতররে এক বশিষে বুলটেনিে এ সর্তক র্বাতা দওেয়া হয়।
বুলটেনিে বলা হয়, সক্রয়ি মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মঘেমালা সৃষ্টি হচ্ছ। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদশেরে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দয়িে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়ছে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকতে দখোতে বলা হয়ছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বতী নর্দিশে না দওেয়া র্পযন্ত উপকূলরে কাছাকাছি থকেে সাবধানে চলাচল করতে বলা হয়ছেে বুলটেনি।