উপজেলা চেয়ারম্যান বাবু রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন ৩’শ রোজাদারের হাতে পৌঁছে দিচ্ছেন ইফতারি


87 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
উপজেলা চেয়ারম্যান বাবু রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন ৩’শ রোজাদারের হাতে পৌঁছে দিচ্ছেন ইফতারি
মার্চ ৩০, ২০২৩ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার সবারপ্রিয় জননেতা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আসাদ্জ্জুামান বাবু মাহে রমজানের শুরু থেকেই প্রতিদিন প্রায় ৩’শ রোজাদারের হাতে ইফতারি পৌছে দিচ্ছেন।

সাতক্ষীরা জেলা শহরসহ আশপাশের এলাকায় গাড়ি ভর্তি করে ইফতারির প্যাকেট নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছেন ইফতারির কয়েক ঘ্টা আগে। বিলাচ্ছেন দুই হাত দিয়ে ইফতারি। বিশেষ করে গরীব, দরিদ্র , খেটেখাওয়া মানুষেরা ইফতারির প্যাকেট পেয়ে মহাখুশি।

ষাট বছরের বৃদ্ধা করিমন নেছা বলেন, জিনেসের দাম আমাদের সাধ্যের বাইরে। ভিক্ষা করেই ৪ জনের সংসার চলে। নুন আনতে পান্তা ফুরাই সংসারে। উপজেলা চেয়ারম্যান বাবু ভাই এর দেওয়া ইফতারের প্যাকেট আমাদের মতো দরিদ্র মানুষের কাছে সোনার হরিণের মতো। আমরা খুব খুশি ইফতারি পেয়ে, উনি নিজে হাতে গবীর মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছেন !

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু বলেন, চেষ্টা করছি একজন রোজাদার যেন একদিনের জন্য হলেও একটু তৃপ্তি করে ইফতারি করতে পারে। এজন্যই এক এক দিন এক এক এলাকায় ইফতারি নিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছি। রমজানের মধ্যেই ওমরা হজে¦ যায়ার নিয়ত করেছি ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ওমরা হজে¦ যাওয়ার আগপর্যন্ত এভাবে প্রতিদিন ইফতারি বিতরণ করবো।