
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ ও তা জমা দেওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে এর মধ্যেই ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও। অনেকেই মিছিল সহযোগে এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সঙ্গে এনেছেন ব্যান্ড পার্টি, হাতি ও ঘোড়া।

এর আগে গত ২১ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় জীবিত প্রাণী কিংবা কাপড়ের ব্যানার ব্যবহার করা যাবে না। তবে প্রচারকাজে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে। কিন্তু দেশের প্রধান দলগুলো এ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সরেজমিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা গেছে, নেতা-কর্মীদের সরব উপস্থিতি। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন সহযোগে মিছিল নিয়ে মনোনয়নপ্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে তারা কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের সড়কে মিছিল করছেন।
তাদের মধ্যে ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক এবং পল্লবী থানা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মিল্টনের মনোনয়নপত্র সংগ্রহ করতে ৫টি ঘোড়ার গাড়ি, দু’টি হাতি ও ব্যান্ডপার্টি নিয়ে আসতে দেখা গেছে।

সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। নির্বাচনে আসার ঘোষণা ও মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে বহুদিন পর চাঙা হয়ে উঠেছে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
এ উপলক্ষে বিএনপি কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বেশকিছু সংখ্যক সদস্যকে দেখা গেছে। তবে তাঁরা কাউকে আটকাচ্ছেন না।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতা ও তাদের সঙ্গে মিছিলে আসা কর্মীরা জানান, দলের নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলসহ দলের সব পর্যায়ে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।