
ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে ১৪ কেজি সোনা পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ওই ফ্লাইট শুক্রবার সকাল সোয়া ৮টায় অবতরণ করার পর ভেতরে তল্লাশি চালিয়ে সোনা উদ্ধার করা হয়।
“একটি আসনের নিচে টেপ মোড়ানো চারটি প্যাকেট ১২০টি সোনার বার ছিল। সব মিলিয়ে ওজন ১৪ কেজি।”
বাজারে এই সোনার দাম আনুমানিক সাত কোটি টাকা বলে সোহেল রহমান জানান।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। কীভাবে ওই উড়োজাহাজে করে সোনার চালান ঢাকায় এল, সে বিষয়টিও স্পষ্ট হয়নি।