
ঋশিল্পী শিক্ষা সহায়তা প্রকল্প বৃহস্পতিবার দুপুরে ঋশিল্পীর বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহ আবদুল সাদী। ঋশিল্পীর প্রতিষ্ঠাতা পরিচালক ভিনসেনজো ফালকোনে (এনসো) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সাদী তথ্য উপাত্ত উপস্থাপন করে সাতক্ষীরা জেলার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নারী শিক্ষায় প্রসার ঘটাতে পারলেই বাল্যবিবাহ প্রতিরোধ সহজ হতে পারে। তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান যেন প্রতিটি স্কুলে মেয়েদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আন্দোলন গড়ে তোলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাছখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব শাহজাহান আলি, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাগফুর রহমান, ঋশিল্পীর রেক্টর গ্রাজিয়েলা মেলানো (লাওরা), বিদেশী বন্দুবর্গ সহকারী পরিচালক জনাব এম এ বারী, প্রোগ্রাম ম্যানেজার যোগাযোগ এবং ডকুমেণ্টটেশন জনাব সভারঞ্জন শিকদার, শিক্ষা সহায়তা প্রকল্পের কর্মাধ্যক্ষ জনাব যোষেফ খাঁ খাঁ, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য গঠিত কিশোরী সংগঠন ‘‘আমার সোনার পরিবার” এর উপস্থিত ৭৬ জন সদস্যের মধ্য থেকে কয়েকজন কিশোরী। তারা সমাবেশে সাক্ষ্য প্রদান করে সকলকে উৎসাহ প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি