ঋশিল্পীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক সমাবেশ


580 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ঋশিল্পীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক সমাবেশ
মার্চ ১৪, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

প্রজেট্টো উওমো ঋশিল্পী ইণ্টারন্যাশনাল অনলুস এর আয়োজনে ঋশিল্পীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক সমাবেশ – ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে ঋশিল্পীর প্রতিষ্ঠাতা পরিচালক ভিনসেনজো ফালকোনে (এনসো) এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালি থেকে আগত অত্র প্রতিষ্ঠানের প্রেসিডেণ্ট মনিকা তোজি। বিশেষ অতিথি ছিলেন রেক্টর গ্রাজিয়েলা মেলানো (লাওরা), ইটায়িান বন্ধু ক্লেলিয়া, পাওলা, সহকারী পরিচালক জনাব এম.এ.বারী এবং শিক্ষা সহায়তা প্রকল্পের ম্যানেজার জনাব যোষেফ খাঁ খাঁ । সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডেণ্ট মনিকা তোজি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে পারলেই বাল্যবিবাহ প্রতিরোধ সহজ হতে পারে। তিনি একজন নারী হয়ে বিশ্বাস করেন যে, মেয়েদের জীবনের অনেক মূল্য আছে। শিক্ষা এবং চাকরি হলে ভবিষ্যৎ সুখী পরিবার হিসাবে গঠন করা যায়। তিনি মেয়েদের সাথে আছেন এবং ঋশিল্পীর উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা সহযোগিতা করে যাবেন। সভাপতি তাঁর বক্তব্যে ঋশিল্পীর মহতী উদ্দেশ্য মানবসেবার কার্যক্রমকে তরান্বিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম সুপারভাইজার নিতাই চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার, প্রাক্তন চেয়ারম্যান ও মাছখোলা হাই স্কুলের শিক্ষক মাওলানা আশরাফুলজ্জামান খোকন । সমাবেশে অনুভূতি প্রকাশ করেন আমার সোনার পরিবারের কয়েকজন সদস্য। সমাবেশে উপস্থিত ছিলেন স্কুল পর্যায়ে ২৪টি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, ৯০জন আমার সোনার পরিবারের কিশোরী মেয়েরাসহ সর্বমোট ১৬০ জন। অনুষ্ঠানে সফল বিবাহ ও ১৮ বছর অতিক্রম করেছে এমন ৩ জন কিশোরীকে ইনসেনটিভ প্রধান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নাচ, গান ও ”বাল্য বিবাহের শেষ পরিনতি” নামে নাটিকা পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপিএ গৌতম সরকার ও রোজিনা পারভীন।

প্রেস বিজ্ঞপ্তি