
আগামী ৬ নভেম্বর ২০২২ তারিখ রবিবার হতে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পত্রের প্রেক্ষিতে উক্ত পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ৩ নভেম্বর ২০২২ তারিখ হতে ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত সকল কোচিং বন্ধ রাখা এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর ৪০০ গজের মধ্যে সকল ফটোকপি মেশিন ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।