এই সময়ে চুলের যত্ন


526 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
এই সময়ে চুলের যত্ন
মার্চ ২৬, ২০১৮ ফটো গ্যালারি স্বাস্থ্য
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
গরমের সময় চুল নির্জীব, রক্ষ হয়ে যেতে পারে। তাপমাত্রা এবং আর্দ্রতা থাকার কারণে চুল এসময় নিস্তেজ হয়ে পড়ে। এ জন্য গরমে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

তীব্র গরমের সময় শরীরের সঙ্গে সঙ্গে চুলও ঘামে, শুষ্কতা বাড়ে । সেই সঙ্গে চুল পড়াও বেড়ে যায়।

চুলের যত্নে এসময় কিছু পদ্ধতি অনুসরন করা উচিত।

গরমে এমনিতেই চুল শুষ্ক থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়। একারণে এ সময় চুলে কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার না করাই ভালো। চুল ভালো রাখতে এ সময় বেশি রঙ কিংবা স্পা করাও ঠিক নয়।

চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে এ সময় শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

ধূলা বালি কিংবা সূর্যের তাপ থেকে রক্ষা পেতে বাইরে বের হওয়ার সময় চুলে স্কার্ফ অথবা টুপি ব্যবহার করুন।

চুল বেশি শুষ্ক হয়ে গেলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

প্রচুর পরিমানে তরল খাবার ,পানীয় এবং পানি পান করতে হবে।

গরমের সময় বারবার চুল ভেজানো ঠিক নয়। দিনে একবার চুল ভেজানো উচিত।

রাতে ঘুমানোর আগে হালকা গরম করে নারকেল তেল,অলিভ অয়েল এবং অ্যাভোকোডা তেল ম্যাসাজ করতে পারেন চুলের গোড়ায়। এটা আপনার চুলে পুষ্টি জোগাবে।

গরমের সময় হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকানো ঠিক নয়।

চুল ঘেমে গেলে ফ্যানের নিচে তা শুকিয়ে নিন। কোনোভাবেই ঘামে ভেজা চুল বাঁধা ঠিক নয়। এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়া বাড়ে। প্রয়োজনে এ সময় প্রতিদিন শ্যাম্পু করতে হবে।

এছাড়া চুলের যত্নে টক দই,মেহেদি পাতা ও লেবুর রস মিশ্রণ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে খুশকি দূর হবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে। চুলের শুষ্কতা দূর করতে ডিমের সাদা অংশ,পাকা কলা,টক দইয়ের মিশ্রণও ব্যবহার করতে পারে।

সূত্র : স্টাইলক্রেজ