এস এম সেলিম হোসেন :
এক দিন বাদেই পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথমদিনটি এখন বাঙ্গালী জীবনের এক মহা উৎসব। বৈশাখ উপলক্ষে সাতক্ষীরার বাজার গুলোতে এখন জমে উঠেছে বৈশাখী কেনা কাটা। গতকাল শহরের বিভিন্ন বিপনীবিতানে ও ফুটপাতের দোকান গুলোতে দেখা গেছে উপছে পড়া ভিড়। শহরের দোকানগুলোতে তরুন-তরুনীদের উপচে পড়াভিড়।
সর্বত্র চলছে বৈশাখের কেনাকাটা। এক বছর পহেলা বৈশাখ উদযাপনে যেন কোন ত্রুটি না থাকে বিষয়েও চলছে বিভিন্ন আয়োজন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে বাংলা নববর্ষকে সামনে রেখে বিপনী বিতান গুলো সেজেছে নতুন সাজে। দোকানে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও বৈচিত্রময় পোশাক। এ উপলক্ষে বিতানগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মত।
বড় বাজার সংলগ্ন আঃ রব ক্লথ স্টোর এর মালিক মনিরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বেচা-কেনা বেশ বেড়েছে। আরও একদিন যেহেতু সময় আছে আশা করছি সেদিনটিতেও ভালো কেনা বেচা হবে। এ বিষয় বৈশাখী পোশাখ কিনতে আশা কাজল নামের এক ক্রেতার সাথে কথা হয় ফুটপাতে রাস্তার মোড়ে তিনি বলেন, বৈশাখী মেলা উপলক্ষে ছেলে মেয়ে ও পরিবারের সবার জন্য বৈশাখী পোশাখ কেনার জন্য এসেছি। থানা মসজিদের সামনে ফুটপাতের দোকান গুলোতেও লক্ষ্য করা গেছে উপছে পড়া ভিড়। সেখানে ক্রেতারা বাংলী নারীদের ঐতিহ্য বৈশাখী শাড়ী কিনতে দেখা গেছে।