এডভোকেট আব্দুর রহমান কলেজে সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


826 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
এডভোকেট আব্দুর রহমান কলেজে সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ফেব্রুয়ারি ২০, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার এডভোকেট আব্দুর রহমান কলেজে বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শামিম উল সালাম, মনির আহমেদ খান, প্রভাষক সুরাইয়া সুলতানা, বিরেন্দ্র নাথ সরকার, সঞ্জয় সরকার, আবুল কালাম আজাদ। প্রতিযোগিতার প্রথম দিনে বিভিন্ন দেশত্মবোধক গান, কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, সংস্কৃতি মানুষের মেধা ও মনন সৃষ্টির বিকাশ ঘটায়। সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ণতা পায়। মাদকসহ সকল প্রকার নেশা খেলাধুলার মাধ্যমে তাড়ানো যায়। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আহবান জানান। সংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সমর পাল।