
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যেগে গতকাল ২৬ মার্চ সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় অডিটোডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার একাডেমিক এ্যাডভাইজার ও এ্যাডমিনিস্টেটিব প্রফেসর ড.এ.টি.এম জহিরউদ্দীন, সে সময় তিনি বলেন, স্বাধীনতা একটি শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) প্রফেসর মো: ইব্রাহীম, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার (ইনচার্জ) এ.এইচ.এম মুঞ্জুর মোরশেদ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান ও প্রক্টর মো. রবিউল ইসলাম। উক্ত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী স্বতঃর্স্ফূত অংশ গ্রহণ করেন ।
উক্ত অনুষ্ঠানের সভপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যপক ইশরাত জাহান।
প্রেস বিজ্ঞপ্তি