
বিশেষ প্রতিনিধি :
এবার বড় বন্ধুদের উপহার পেল প্রবীণ বন্ধুরা। বড়বন্ধুরা গতকাল সাতক্ষীরা শহরের মেহেদীবাগে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে গিয়ে সেখানে অবস্থানরতদের খোঁজখবর নেন। একই সাথে আবাসন কেন্দ্রে প্রবীণদের সুবিধার জন্য দুটি সিলিং ফ্যান উপহার প্রদান করেন তারা।
প্রবীণ বন্ধুদের সাথে আলাপকালে বড় বন্ধুরা তাদের জন্য আশীর্বাদ কামনা করেন।
বড় বন্ধুদের পক্ষে সেখানে গিয়েছিলেন পিটিআই প্রশিক্ষক দেবাশীষ বসু শেখর, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী এসএম নাহিদ হাসান, বাহলুল করিম, শাছুন্নাহার মুন্নি, মফিজুল ইসলাম ও নাইম খান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রবীণ আবাসন কেন্দ্রের ব্যবস্থাপক প্রতিষ্ঠান আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। ##