
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
দেশে একের পর এক শিশু নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনির আওতায় আনা হলেও একাবারে বন্ধ হয়নি শিশু নির্যাতন। এরই ধারাবাহিকতায় এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দুটি ডাব চুরির অপবাদে ইয়াছিন (৮) নামে এক শিশুকে খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
শিশু ইয়াছিন একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে। শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, শিশু নির্যাতনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এছাড়া নির্যাতিত শিশুকে সেখান থেকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।—সুত্র:- বাংলাদেশ প্রতিদিন।