
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ছাত্রলীগের আয়োজনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ’ শেষে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র মুনজিতপুরস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করাসহ জেলার সামগ্রীক উন্নয়নে বিভিন্ন আলোচনা করেন এবং সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক সহযোগিতা কামনা করেন।
##