
অনলাইন ডেস্ক ::
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ দিনে ২-১ গোলে জিতেছে পিএসজি। জুভেন্টাসের বিপক্ষে এমবাপের নৈপুণ্যে শুরুতেই গোল পেয়ে যায় পিএসজি। ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির পাসে গোলপোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যান এমবাপে।
ম্যাচের ৬০ মিনিটে মেসি ভালো একটা পাস এগিয়ে দেন এমবাপেকে। তবে গোলরক্ষক বরাবর দুর্বল শর্ট নেওয়ায় গোল পাননি।
৬৮তম মিনিটে হুয়ান বের্নাতকে তুলে মেন্দেসকে নামান পিএসজি কোচ। পরের মিনিটেই গোল দ্বিগুণ করেন পর্তুগিজ এই লেফট-ব্যাক। এমবাপের থ্রু পাস থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে জয়সূচক গোল করেন।
ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে বিদায় নেয় জুভেন্টাস। ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলবে তারা।