
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ২ কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপারসহ নির্বাচনের প্রয়োজনীয় উপকরণ পৌরসভাগুলোতে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপ-সচিব সাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো শুরু হয়েছে।
“সেখান থেকে ভোটের আগের দিন নিরাপত্তা প্রহরায় এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হবে।”
৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হবে। এতে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছে। নির্বাচন তিনটি পদের জন্য ভোটারের তিনগুণ মোট দুই কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার ছেপেছে ইসি।
স্থানীয় সরকারের এ নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে ইসির প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, প্রথমদিন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর অঞ্চলের পৌরসভাগুলোর নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
শনিবার রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের পৌরসভাগুলোর সামগ্রী যাবে বলে জানান তিনি।
এদিকে আদালতের আদেশে কিছু এলাকার নির্বাচন ‘স্থগিত’ ও প্রায় দুইশ’ প্রার্থী ‘ফিরে আসায়’ বিপাকে পড়েছে কমিশন।
এজন্য ছাপা অনেক ব্যালট পেপার নষ্ট করে নতুন করে ছাপতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত কেবল মেয়র পদেই অন্তত দেড় লাখ ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করা হয়েছে।