এশিয়া কাপকে বিশ্বকাপের প্লাটফর্ম বানাতে চান ধোনি


378 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
এশিয়া কাপকে বিশ্বকাপের প্লাটফর্ম বানাতে চান ধোনি
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
টি২০ বিশ্বকাপের আগে ঢাকায় বসছে এশিয়া কাপের আসর। বাছাইপর্বের দলগুলো ইতিমধ্যে আসতে শুরু করেছে। বরাবরের মতো এবারো এশিয়া কাপের বেশিরভাগ আলো দখল করে আছে পাঁচবারের এশিয়া কাপ জয়ী ভারত।

সম্প্রতি টি২০ তে অসাধারণ ফর্মে আছে ধোনির দল। ভারত অধিনায়ক আশা করছেন বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতলে খেলোয়াড়দের মনোবল বেড়ে যাবে কয়েকগুন বেশি।

এশিয়া কাপকে বিশ্বকাপের প্লাটফর্ম বানাতে চান ধোনি
এক ভিডিও বার্তাও ধোনি এমনই আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ ২০১০ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। ২০১২ সালে পাকিস্তান ও গতবার এশিয়া কাপ যায় শ্রীলংকায়।

তবে এবার এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই শিরোপা জিততে মরিয়া ধোনিরা।

সম্প্রতি ধোনির একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে অনেক ভালো খেলছি। টি২০ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলাম। কেবল একটি মাত্র বিশ্বকাপ বাদে সবগুলোতে ভালো খেলেছি আমরা। সামনের এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

২৪ ফ্রেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এর আগে ১৯ ফ্রেব্রুয়ারি থেকে আফগানিস্তান, ওমান, হংকং ও আরব আমিরাত বাছাইপর্বে অংশগ্রহ করবে। এখান থেকে একটি