
মোঃ আশিকুর রহমান:::
মোঃ মিয়ারাজ হোসেন ২০১৮ সালের এস এস সি পরীক্ষায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ পেয়ে শ্যামনগর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। ইতিপূর্বে সে ২০১২ সালে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি এবং ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিসহ শ্যামনগর উপজেলায় প্রথম হয়েছিল।সে শ্যামনগর উপজেলার অাটুলিয়া ইউনিয়নের ভড়ভুড়িয়া গ্রামের গুড় ও পাটালি ব্যবসায়ী মোঃ অজিয়ার রহমান ও মরিয়ম খাতুনের কনিষ্ঠ পুত্র। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।