
আব্দুর রহমান ::
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলপ্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা প্রশাসন সাতক্ষীরার এ ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের কর্মকর্তারসহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জেলার শিক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধরেন জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মো: মহিউদ্দিন। এরপর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধান ও একজন করে শিক্ষার্থী এ মতবিনিময়ে অংশ নেন।
এসময় তারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে স্বপ্নের কথা তুলে ধরে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান”।
##