
সভাপতি হেদায়েত, সম্পাদক আবু ছালেক
স্টাফ রিপোর্টার ::
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্হিত এ ডি এস (আশাশুনি,দেবহাটা,সাতক্ষীরা) প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম,প্রভাষক আব্দুল মজিদ,আবু ছালেক,রশিদুল আলম, আজিজুল ইসলাম,মেজবাহ উদ্দীন টপি,আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আলমগীর কবির মুকুল কে প্রধান উপদেষ্টা, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম কে সভাপতি, রশীদুল ইসলাম রশীদকে সিনিয়র সহ সভাপতি, মেজবাহ উদ্দীন টপি,রাবিদ মাহমুদ চন্ঞ্চল কে সহসভাপতি , মো: আবু ছালেক কে সাধারন সম্পাদক,সোহাগ হোসেন কে যুগ্ন সম্পাদক, শেখ তৈমুর হাসানকে কোষাধ্যক্ষ,মো: আব্দুল মজিদকে সাংগঠনিক সম্পাদক, মুরশীদ আলম নয়ন কে সহ সাংগঠনিক সম্পাদক, লিংকন আছলাম কে ক্রীড়া সম্পাদক,শেখ খাবিরুল্লাহকে প্রচার সম্পাদক, সেকেন্দার আবু জাফর কে সাহিত্য সম্পাদক, শেখ রিপজা হোসেনকে দপ্তর সম্পাদক, ইছাক বিন ফরমানকে তথ্য সম্পাদক, জি এম আজিজুল ইসলাম,সিহাব উদ্দীন,শেখ হাসানুর রহমান কে নির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট এ ডি এস (আশাশুনি,দেবহাটা,সাতক্ষীরা) প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়।