
অনলাইন ডেস্ক ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর আজ শনিবার ঘোষণা করা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম।
শনিবার যেকোনো সময় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে ঐক্যফ্রন্ট দলীয় সূত্রে জানা গেছে।
ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুর বারী হামিম বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে।
এর আগে শুক্রবার বিকেল ৩টায় পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।