
স্টাফ রিপোর্টার :
বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের এক আলোচনা সভা গত কাল সোমবার বিকালে শহরের পুরাতন মাইক্রোষ্টান্ডস্থ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপেিত্ব ঐতিহাসিক ৭ মার্চ’র উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, বক্তব্য রাখেন সিনিয়রসহ-সভাপতি লুৎফর রহমান টুকু,মোঃ আছাদুজ্জামান বাবু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জিল্লুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল গাজী, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান,মাহবুব হাসান,মাজাহারুল আজম, আব্দুর রহমান বাবু, মোঃ হারেজ আলী, খোকন সরকার প্রমুখ। আলোচনা সভা ছাড়াও দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।