
কপিলমুনি প্রতিনিধি :
২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অন্বেষা মন্ডল, ইশরাত জাহান পমি ও পৃথিলা পারভেজ ঐশ্বর্র্য্য ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
অন্বেষা মন্ডলের পিতা গোবিন্দ মন্ডল ও মাতা অঞ্জনা মুনি। অন্বেষা কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ইশরাত জাহান পমি’র পিতা শেখ রফিকুল ইসলাম ও মা সুরাইয়া বেগম। পমি রেজাকপুর কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পৃথিলা পারভেজ ঐশ্বর্য্য’র পিতা পারভেজ হোসেন পলাশ ও মা রোজিনা পারভীন। ঐশ্বর্য্য রেজাকপুর কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বর্তমানে তারা সকলেই কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত। অন্বেষা, পমি ও ঐশ্বর্য্য ডাক্তার হতে চায়।