
স্টাফ রিপোর্টার :
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার লক্ষ্যে ওজোপাডিকো -খুলনা এর সাথে সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রগতি সিস্টেম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ওজোপাডিকো ভবনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওজোপাডিকো খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক (অর্থ) আর,কে দেবনাথ, ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাব) রবীন্দ্র নাথ দত্ত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রশিদ, খুলনা শাখা ব্যবস্থাপক কাজী মোঃ আজম, প্রধান কার্যলয় কর্মকর্তা সোলায়মান, প্রগতি সিস্টেম লিমিটেডের আঞ্চলিক সেলস ম্যানেজার মোঃ মেহেদী ফাহাদ বিন আজাদ প্রমূখ।
এই চুক্তির ফলে ওজোপাডিকো -খুলনা এর অধিভূক্ত ২১ জেলার বিদ্যুৎ গ্রাহকবৃন্দ সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।