
অনলাইন ডেস্ক ::
বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে, একই অভিযোগে গত ২৪ নভেম্বর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেফতার করে র্যাব।