
॥ সুমন মূখার্জী ॥
তোমার হাত পাখার বাতাসে গানের ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিস, কিডনী ও শরীরের মারাত্মক ক্ষতর কারণে বসতে পর্যন্ত পারছেন না। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি.এ তায়েবের নির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক, সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত আকবরের খোজ নিতে হাসপাতালে যান।
সৈকত জানান, আকবর ভাই খুবই মারাত্মক অসুস্থ। হানিফ সংকেত ভাই তার সার্বক্ষনিক খোজ-খবর ও সহযোগিতা করছেন। আকবর ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। আমরা আগামীকাল তার আবেদনপত্রটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শরনাপন্ন হবো। বিশ্বাস করি, মানবতার মা, শেখ হাসিনা তার পাশে দাঁড়াবেন। সবাই আকবর ভাইয়ের জন্য দোয়া করবেন।