
আব্দুর রহিম ::
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে কথায় সংগীতে রবীন্দ্র উৎসব অসীমের চির বিস্ময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পবলিক লাইব্রেরিতে রবিন্দ্র জন্মদিন উদ্যাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রফেসর মো. আব্দুল হামিদ‘র সভাপত্বিতে অনুষ্ঠানে স্বগত বক্তব্যরাখেন রবিন্দ্র জন্মদিন উদ্যাপন কমিটির সদস্য সচিব গাজী শাহাজাহান সিরাজ, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত প্রত্রিকার উদেষ্টা সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি প্রানকৃষ্ণ সরদার, প্রাবন্বিক কবির রায়হান, কথা সাহিত্যিক আশুতেষ সরকার, কবি শুভ্র আহমেদ, কবি কিশোরী মোহন সরকার প্রমখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী তৃপ্তিমোহন মল্লিক,গান নিপামালা সাহা, আবৃত্তি তাসনিমাহ তাহসিন তুষ্টি,অনুষ্ঠানের আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালী জাতির গর্ব। তিনি বাঙালী জাতিকে এবং বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, সুরকার ও দার্শনিক। সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। তিনি ছিলেন মানবতার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। তার লেখনীতে সবসময় মানবতার কথা এবং অসাম্প্রদায়িকতার কথাসহ দেশপ্রেমের কথা ফুটে ওঠে। তাই বাংলাদেশকে বিনির্মিত করতে এবং সমাজের উন্নয়ন ঘটাতে হলে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে। তিনি কৃষি ক্ষেত্রে ও বিপ্লব ঘটিয়েছেন এবং কৃষকদের কল্যােেণ কাজ করে গেছেন এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন রবিন্দ্র জন্মদিন উদ্যাপন কমিটির সদস্য ও কবি মন্ময় মনির।
##