কদমতলা ফরেষ্ট ষ্টেশান অফিসার কর্তৃক অবৈধ্য গোলপাতা উদ্ধার


417 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কদমতলা ফরেষ্ট ষ্টেশান অফিসার কর্তৃক অবৈধ্য গোলপাতা উদ্ধার
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি:
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জাধিন কদমতলা ফরেষ্ট ষ্টেশান কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিংহড়তলী গ্রামের নদীর তীরবর্তী ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় থাকা কাঁচা গোলপাতা উদ্ধার করেন। উক্ত গোলপাতার কোন দাবীদার না পাওয়ায় ৮টি ইঞ্জিন ভ্যান (নসিমন) যোগে কদমতলা ফরেষ্ট ষ্টেশান অফিসে নিয়ে যান।

গোলপাতার স্থানীয় বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। কিছুদিন পূর্বে তিনি হরিনগর বাজার হতে প্রায় সমপরিমান অবৈধ গোলপাতা জব্দ করেন। তিনি কদমতলা ষ্টেশানে যোগদানের পর হতে অব্যহত অভিযান পরিচালনার কারনে কাঠ পাচার ব্যপক ভাবে কমে গেছে।