
পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা) :
কপিলমুনি বাজার একটি প্রসিদ্ধ প্রাচীন বানিজ্যিক নগরী। কপিলমুনিকে অচিরেই বিনোদগঞ্জ পৌরসভা ঘোষণা করা হবে, ইতোমধ্যে পৌরসভা করা জন্য প্রয়োজনীয় কাজ শুরু করা হয়েছে। বাজারের যে সকল দোকানপাট সংস্কার বা নির্মাণের অভাবে ভেঙ্গে-চুরে পড়ছে সেখানে দৃষ্টিনন্দন বহুতল ভবন গড়ে তুলুন, আমি আপনাদের সহযোগীতা করার আশ্বাস দিচ্ছি। বাজারের যে আমলা তান্ত্রিক জটিলতা রয়েছে তা আমি অবিলম্বে নিরসন করতে চাই। আপনারা আমাকে সহযোগীতা করবেন।
মঙ্গলবার দুপুর ২টায় কপিলমুনির হলুদ চাঁদনীতে কপিলমুনি বায়তুচ্ছালাম জামে মসজিদের পুণঃ নির্মাণ উপলক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সাংসদ এড. শেখ মোঃ নুরুল হক উপরোক্ত কথাগুলো বলেন। আলহাজ্ব মুফতি মাওঃ বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠীত সভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যা বাহার, সহচরী বিদ্যামন্দিরের অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এ বুলবুল আহম্মেদ, আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, নির্ম্মল মজুমদার, সাধন ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল ওহায়িদ, ডাঃ জি এম আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, আলহাজ্ব মুন্সী হিরোক, প্রমুখ। পবিত্র কোরআন তেলয়াত করেন কামাল হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা সরদার গোলাম মোস্তফা।