
পলাশ কর্মকার, কপিলমুনি :
কপিলমুনি পুলিশিং ফোরামের উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক মত বিনিমিয় সভা শুক্রবার বিকাল ৪ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অমৃতময়ী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি পুলিশিং ফোরামের সভাপতি সাধন কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহম্মেদ, আ’লীগ নেতা কওছার আলী জোয়াদ্দার, যুগোল কিশোর দে, শেখ রেজাউল করিম, জি এম হেদায়েত আলী টুকু, আনন্দ মোহন বিশ্বাস, এস আই হাসমত আলী, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাঃ সম্পাদক পলাশ কর্মকার, এটি এস আই শুশিল বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কপিলমুনি পুলিশিং ফোরামের সাঃ সম্পাদক শেখ ইকবল হোসেন খোকন।