
কপিলমুনি প্রতিনিধি :
কপিলমুনিতে এক গাঁজা বিক্রাতাকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এ এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স প্রতাপকাটি মাদ্রাসার সামনে থেকে লুৎফর গাজী (৫৫) কে রবিবার বেলা সাড়ে ১২ টার সময় আটক করে। এ সময় লুৎফরের কাছ থেকে দশ পুরিয়া গাঁজা উদ্ধার করে। সে নাছিরপুর গ্রামের মৃতঃ নিজাম গাজীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। আটককৃত লুৎফর দীর্ঘদিন ধরে কপিলমুনি এলাকায় গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।