
পলাস কর্মকার,কপিলমুনি ::
জেল হত্যা দিবস উপলক্ষে কপিলমুনিতে শনিবার বিকাল ৪ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে ও প্রণব কান্তি মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, হরিঢালী ইউনিয়ন আ’লীগের সাবেক সাঃ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, জি এম হেদায়েত আলী টুকু, নির্মল কুমার মজুমদার, শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি সদস্য এজাহার আলী গাজী, শেখ মাসুদুর রহমান, আঃ রাজ্জাক রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, মাসুদ পারভেজ রাজু, আজমল হোসেন, শরিফুল ইসলাম, এস এম আসিফ ইকবাল, কবিরুল ইসলাম, সঞ্জয় ঘোষ, সরদার জালাল হোসেন, আব্দুর রাজ্জাক ফকির প্রমুখ। অনুষ্ঠানের পুর্বে ঐহিত্যবাহী কপিলমুনির একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানের উর্দ্ধমুখী সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।