কপিলমুনিতে তেলে ভেজাল, ইউএনও’র দপ্তরে অভিযোগ


158 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনিতে তেলে ভেজাল, ইউএনও’র দপ্তরে অভিযোগ
অক্টোবর ১৮, ২০২২ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

॥ পলাশ কর্মকার ॥

কপিলমুনিতে এক অয়েল মিল মালিকের বিরুদ্ধে তেলে ভেজাল দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভেজাল তেল বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন এক ক্রেতা।
অভিযোগে প্রকাশ, নোয়াকাটি গ্রামের মৃত আলহাজ দ্বীন আলী সরদারের ছেলে আব্দুল মজিদ। তিনি গত সেপ্টেম্বর মাসে কপিলমুনির উৎসব অয়েল মিল থেকে ৩ কেজি সরিষার তেল ক্রয় করেন। ক্রয়কৃত তেল বাড়িতে নিয়ে রাখলে বোতলের নিচের অংশের তেল জমতে থাকে, এবং তেলের নিচের অংশ মুল তেল থেকে আলাদা রং ধারণ করে। তেলের বোতল নিয়ে ওই মিলে গিয়ে জানালে বিষয়টি আমলে না নিয়ে উল্টো মিলের কর্মচারীরা আব্দুল মজিদকে নানা প্রশ্নের সম্মুখিন করে বিভ্রান্ত করে। স্থানীয়রা জানান, মাস দু’য়েক আগে ওই অয়েল মিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান। এসময় সরিষার তেলে ভেজাল দেওয়ার অভিযোগে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। অনেকেই বলছেন, তাহলে কি মিল মালিক খায়রুল ইসলাম ওই ১ লক্ষ টাকার ক্ষতি পুষিয়ে নিতেই তেলে আবারোও ভেজাল দিচ্ছেন ? তবে অভিযুক্ত খারুইল ইসলাম তেলে ভেজালের অভিযোগ অস্বীকার করছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইউএনও মমতাজ বেগম বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্যানেটারী অফিসারকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্যানেটারী অফিসার উদয় মন্ডল তদন্ত কার্য সম্পন্ন করেছেন।
এবিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, ‘অভিযোগ পেয়েছি, স্যানেটারী অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছিলাম, প্রতিবেদন দেখে ব্যবস্থা নেব।’

#