
পলাশ কর্মকার, কপিলমুনি ঃ
কপোতাক্ষ নদী এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের আশির্বাদ ছিল, বর্তমানে নাব্যতা হ্রাসের ফলে বৃহৎ এ জনগোষ্ঠী বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে পড়ে ফলে দুঃখের সীমা থাকে না। সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপোতাক্ষ নদী খনন প্রকল্প হাতে নিয়েছেন। নদী খনন কাজের উপকার পেতে হলে নদীটির শেষ প্রান্তে শিবসার মুখে সুইস গেট নির্মাণ করে সাগরের সিল্ক ঢোকা বন্ধ করতে হবে। আর এটা করতে পারলেই কপোতাক্ষের দু’পাড়ের কৃষকরা কৃষিকাজে সেচ দিয়ে পানি ব্যবহার করে প্রকৃত সুফল ভোগ করতে পারবে।
কপোতাক্ষ নদীর পূনঃখনন কাজে পাইকগাছা উপজেলা অংশের শুভ উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সাংসদ এড. শেখ মোঃ নুরুল হক উপরোক্ত কথাগুলো বলেন। মঙ্গলবার বেলা ১১ টায় কপিলমুনির গোলবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কপিলমুনি আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবীর উদ্দীন, এম পি পুত্র আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, আ’লীগ নেতা নির্ম্মল মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সরদার গোলাম মোস্তফা, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধাঃ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক এম আজিজুর রহমান, আ’লীগ নেতা তাপস কুমার বসু, শেখ লুৎফর রহমান, শেখ সাকিয়ার রহমান, পরমানন্দ মন্ডল, শেখ জামাল হোসেন, আলোক মজুমদার, শেখ হাফিজুল্লাহ, প্রনব কান্তি মন্ডল, শেখ মাসুদুর রহমান, এনামুল কবীর, আব্দুল লতিফ, সরদার জালাল হোসেন প্রমুখ।