
পলাশ কর্মকার, কপিলমুনি :
কপিলমুনি সদরসহ এলাকার প্রত্যেকটি বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বেড়েছে। কাগজ, নেট ও পাটের ব্যাগের তুলনায় এটি সস্তা হওয়ায় ক্রেতারা সহজেই ক্রয় করে থাকেন। ব্যবসায়ীরা মাছ তরিতরকারীসহ যাবতীয় পণ্য সামগ্রী বিক্রিতে পলিথিন ব্যবহার করছেন। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকারক এই পলিথিন ব্যাগ প্রকাশ্যে বিক্রি করলেও সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নির্বিকার। জানাযায়, কপিলমুনি বাজার সহ মামুদকাটী বাজার, মামুদকাটী মোড়বাজার, কাশিমনগর বাজার, আগড়ঘাটা বাজার, সোনাতনকাটী বাজার ও শামুকপোতা বাজারের অধিকাংশ মুদি ও কসমেটিকস্ দোকানে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ।
তথ্যানুসন্ধানে জানাযায়, পরিবেশ ও উদ্ভিদের মারাতœক ক্ষতিকারক পলিথিন ব্যবহার ও বিক্রি প্রায় ৭ বছর পূর্বে সরকার নিষিদ্ধ করে। তখন উদ্ভিদ বিজ্ঞানীরা বলেছিলেন, পলিথিন গুলো সহজে পচে না, ফলে এটি উদ্ভিদের শেকড় সহ শাখা বিস্তারে সমস্যা দেখা দেয়। একইভাবে ওই পলিথিন ভবন নির্মানের জন্য ক্ষতিকর। এছাড়া পলিথিন স্বাস্থ্যগত সমস্যার কারণ। এজন্য ওই সময় সরকার কর্তৃক পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে নেট ও পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু সরকারের সে পরামর্শ বা নির্দেশনা কোন কাজে আসেনি, বরং নিয়ম-নীতির প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এক শ্রেণী অসাধু অর্থলোভী ব্যবসায়ীরা তাদের অবৈধ ব্যবসা এক প্রকার প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছেন।
পলিথিন ব্যাগ ব্যবহারের অধিক আকর্ষণের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করে বাজার করতে আসা কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুকান্ত কুমার মনা বলেন, এটি খুব সহজেই ব্যবহার যোগ্য ও তুলনামূলক দামে অনেক কম বলেই আমার ব্যবহারের প্রতি আগ্রহটা বেশি। মাছ বিক্রেতা তমেজ আলী জানান, ক্রেতা সাধারণ সহজেই এটি পছন্দ করেন, বিশেষ করে আমাদের মাছ বাজারে পলিথিনের ব্যবহারটা বেশি।
ইতোপূর্বে কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে হাজার হাজার পলিথিন জব্দ করেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কিন্তু তাতে ও থেমে থাকেনি অবৈধ পলিথিন ক্রয়-বিক্রয়।
##
লতা ইউপিতে সভা অনুষ্ঠিত
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
মঙ্গলবার দুপুর ০৩ টায় লতা ইউনিয়ন পরিষদে অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে গরু মোটাতাজা করন উপলক্ষ্যে অবহিতকরন সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উক্ত সভায় সভাপতিত্ব করেন রনজিত রায় । সভায় উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম গাজী, চিত্তরঞ্জন রায়, শুশান্ত মন্ডল, নিত্যানন্দ মন্ডল, সত্যানন্দ মন্ডল, মোঃ মজিদ গাজী, সৈনিক রায়, রীমা রায় ও উদ্যোক্তা মিথুন সরকারসহ অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কার্যকরী কমিটির সকল সদস্য সদস্যা বৃন্দ।